তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা কর্মসংস্থান খুঁজে পাবে: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সজীব ওয়াজেদ জয় এর ভিশন তথ্যপ্রযুক্তি সেবা এগিয়ে নিতে হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা কর্মদক্ষতা ও কর্মসংস্থান খুঁজে পাবে। আয়ের উৎস বাড়বে। বাড়িতে বসে মাসিক আয় করতে পারবে তরুণ প্রজন্ম।

রোববার সকাল ১১টায় আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামে লালমোহন-তজুমদ্দিনের ছাত্র-ছাত্রীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি করতে লালমোহন ও তজুমদ্দিনের আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় নতুনত্ব, সৃজনশীল ও আন্তর্জাতিক মান বজায় রেখে তিন মাসব্যাপী “প্রফেশনাল আইসিটি স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স” এর লেভেল-২ শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

আইসিটি ফ্রি প্রোগ্রামের উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী জুলফিকার আহম্মমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। আনুষ্ঠান পরিচালনা করেন নুুুুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি পরিচালক শুভরাজ।