দৌলতখানে ৩ এলাকা রেড জোন, অনুমোদন পেলে লকডাউন

মো. ছিদ্দিক: করোনাভাইরাস প্রতিরোধে ভোলার দৌলতখানে জোনিং বিভাজন করে তিনটি এলাকাকে রেড জোনের আওতায় আনা হয়েছে।

এলাকা তিনটি হচ্ছে- দৌলতখান পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালীর স্বাক্ষরে ১৬ জুন প্রেরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। মহাপরিচালকের অনুমোদন পেলে অঞ্চল তিনটি লকডাউন করা হতে পারে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন: গত ১৩ জুন বরিশাল শেবাচিম হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফলে দৌলতখানে এক পুলিশ কর্মকর্তাসহ চার জনের দেহে করোনা পজিটিভ হওয়ায় এ তিনটি অঞ্চলকে বিভাজন প্রক্রিয়ায় রেড জোনের আওতায় আনা হয়েছে। এ তিনটি ছাড়া উপজেলার বাকি অঞ্চল গ্রীন জোনের আওতায় রাখা হয়েছে।