হজ ফ্লাইটে টিকিট দুর্নীতি: ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে হজের টিকিট কেনার অভিযোগ পেলে বাড়তি টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব।

বিমান এবং ধর্ম মন্ত্রণালয় বলছে, র‌্যাবের দণ্ডপ্রাপ্ত ট্রাভেল এজেন্টদের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে হজের টিকিট বিক্রি করায় মঙ্গলবার র‌্যাবের ভ্রাম্যমান আদালত ৬ ট্রাভেল এজেন্সিকে ৬৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৪ জনকে কারাদণ্ড দেয়। বুধবার সংশ্লিষ্ট সব জায়গায় আলোচনা ছিল এই অভিযান নিয়ে। এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ- আটাব দিনভর এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছে।

হজ এজেন্টদের সংগঠন হাব সভাপতি এম. শাহদাত হোসাইন তসলিম এর জন্য দায়ী করেছে এয়ার লাইন্সের অসাধু সিদ্ধান্তকে।

র‌্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছে বিমান এবং ধর্ম মন্ত্রণালয়।

এখন পর্যন্ত ৪ হাজার বাংলাদেশির হজ ভিসা হয়েছে। ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট যাবে ৪ জুলাই।