করোনাভাইরাস: লালমোহনে শনাক্ত নেই, করোনা বেড শূন্য

ইউসুফ হোসেন: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার করোনা ওয়ার্ড থাকলেও এখনো পর্যন্ত সেখানে কেউ চিকিৎসা নেয়নি বলে জানিয়েছেন হাসপাতালের টিএস মিজানুর রহমান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। শনিবার পর্যন্ত ১৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে, ৩ জনের নেগেটিভ আসছে, বাকিগুলো আসেনি।

টিএস মিজানুর রহমান বলেন, লালমোহনে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭ জন।

অন্যদিকে লালমোহনে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আবু সরদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ কারণে ওই এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে।

লালমোহনের ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবু সরদার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার দুপুরে মারা যান। তার সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে নিশ্চিৎ করেছেন উপজেলা নির্বাহী হাবিবুল হাসান রুমী।

গত কয়েকদিন আগে তার বড় ছেলের স্ত্রী ঢাকা থেকে বাড়িতে এসেছিল।

করোনা সন্দেহে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশ্মীর ও ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবীবুল হাসান রুমি।