করোনা: দ্রব্যমূল্য বেশি রাখায় ব্যবসায়ীদের জরিমানা

আব্দুর রহমান নোমান: ভোলায় করোনা ভাইরাসকে সামনে রেখে চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখা ও মজুদ করায় ভ্রাম্যমান আদালত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে।

এসব অভিযানে ১৯ ব্যবসায়ীর অর্থদণ্ড অর্থাৎ জরিমানা করা হয়েছে।

ভোলা বাজার কর্মকর্তা মো: মোস্তফা সোহেল ভোলা প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলা সদরের খালপাড় ও পরানগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২ ব্যবসায়ীর ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে।

অন্যদিকে লালমোহন উপজেলায় করোনা ভাইরাসকে সামনে রেখে চাল, পেঁয়াজ, আলুসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করায় ৭ ব্যবসায়ীর ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

লালমোহন পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এছড়া ভোলা জেলায় এখনও করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগী না থাকলেও বিদেশফেরত সহ শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।