করোনা: ভোলার আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু

আব্দুর রহমান নোমান: ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে করোনাভাইরাস এর উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। তবে আগে থেকেই তার এই শ্বাসকষ্ট ছিল।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ ভোলা প্রতিদিনকে ( bhola pratidin ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই বৃদ্ধের নমুনা গত ২৩ তারিখে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই নমুনা পরীক্ষার ফলাফল এখনও আমরা পাইনি। ফলাফল দেখে বুঝা যাবে তার করোনাভাইরাস ছিল কিনা।

নজরুল ইসলাম জানান, মৃত ওই বৃদ্ধের বাড়ি দৌলতখানের জয়নগর ইউনিয়নে।

ভোলা জেলা এতদিন করোনাভাইরাসমুক্ত থাকলেও এখানে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে আসা ফলাফলে দু’জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়। এরমধ্যে একজন বোরহানউদ্দিনের, আরেকজন মনপুরা উপজেলার।

ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ভোলা প্রতিদিনকে তখন জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়া দু’জনের মধ্যে মনপুরার শনাক্ত ব্যক্তি ঢাকার মিরপুর থেকে এসেছেন। তার কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে।