করোনা: ভোলায় ১৯ দিনে সুস্থ প্রায় সাড়ে ১০ গুণ

ফাইল ছবি

ভোলায় গত ১৯ দিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ গুণেরও বেশি মানুষ। গত ১ জুন জেলায় মাত্র ৫ জন সুস্থ হয়ে উঠলেও ১৯ জুন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫২। সেই হিসাবে গত ১৯ দিনে সুস্থ হয়েছেন ১০ দশমিক ৪ গুণ মানুষ।

ভোলা জেলার গত ১৯ দিনের করোনা সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

তবে ভোলায় গত ১৯ দিনে করোনা রোগী বেড়েছে প্রায় ৪ গুণ। গত ১ জুন জেলায় মাত্র ৪৬ জন রোগী শনাক্ত হলেও ১৯ জুন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।

করোনা শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই ভোলা সদরের। এ উপজেলায় করোনা শনাক্ত রোগী রয়েছেন ৭৯ জন। এছাড়া বোরহানউদ্দিনে শনাক্ত রোগীর সংখ্যা ২৪ জন, দৌলতখানে ১৮ জন, লালমোহনে ২০ জন, তজুমদ্দিনে ৮ জন, চরফ্যাশনে ২৫ এবং মনপুরায় শনাক্ত রোগীর সংখ্যা ৯ জন।

ভোলায় সাধারণ ছুটির পর মাত্র ১৯ দিনে এত আক্রান্ত হওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা বলেন, এর প্রধান কারণ হলো জেলার মানুষের অসচেতনতা এবং নিয়ম না মানার প্রবণতা। এর ফলে জেলায় হু হু করে করোনার সংক্রমণ বাড়ছে।

এরমধ্যে ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪ জন তজুমদ্দিনের, বোরহানউদ্দিনে ১ জন এবং লালমোহনের ২ জন রয়েছেন।

আর সুস্থ ৫২ জনের মধ্যে ভোলা সদরের ২৯ জন, বোরহানউদ্দিনের ৩ জন, দৌলতখানের ে৩ জন, লালমোহনের ২ জন, তজুমদ্দিনের ২ জন, চরফ্যাশনের ৬ জন এবং মনপুরার ৭ জন রয়েছেন।