করোনা: ভোলা জেলা লকডাউন, নৌবাহিনী মোতায়েন

আব্দুর রহমান নোমান: করোনা ভাইরাস মোকাবেলায় ভোলা জেলার সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি সিদ্ধান্ত মোতাবেক সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

অন্যদিকো করোনা ভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে জেলার প্রত্যেক থানায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলা ছাড়াও সন্দ্বীপ, টেকনাফ, কুতুবদিয়া, হাতিয়া, মহেশখালী, মংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলীতে দায়িত্ব পালন করবেন।

এসব দায়িত্বের মধ্যে রয়েছে: দুর্গম এলাকায় করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিদেশফেরতদের কোয়ারেন্টানের ব্যবস্থাসহ নিরবিচ্ছিন্ন টহল। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত এলাকায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

ভোলা জেলায় এখনও পর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।