করোনা: মনপুরায় শনাক্ত রোগী আইসোলেশনে, ৯ বাড়ি লকডাউন

আব্দুর রহমান নোমান: ভোলার মনপুরায় করোনাভাইরাস এ আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।

ভোলা প্রতিদিনকে ( bhola pratidin ) তিনি বলেন, করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর ৯টি বাড়ি লকডাউন করা হয়েছে। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলা জেলা এতদিন করোনাভাইরাসমুক্ত থাকলেও এখানে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে আসা ফলাফলে দু’জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়। এরমধ্যে একজন বোরহানউদ্দিনের, আরেকজন মনপুরা উপজেলার।

ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ভোলা প্রতিদিনকে তখন জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়া দু’জনের মধ্যে মনপুরার শনাক্ত ব্যক্তি ঢাকার মিরপুর থেকে এসেছেন। তার কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে।