করোনা শনাক্ত রোগী লাখ ছাড়াবে আগামীকাল

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। এরপর অতিবাহিত হয়েছে ১০২ দিন। আগামীকাল ১০৩তম দিনে দেশে করোনাভাইরাস শনাক্ত রোগী এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

বুধবার করোনা প্রাদুর্ভাবের ১০২তম দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।

ব্রিফিংয়ে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩০৫-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ১৮৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ।

করোনাভাইরাসে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।