চরফ্যাশনে ঝড়-বৃষ্টির মধ্যেও থেমে নেই জনশুমারি কাজ

চরফ্যাশন প্রতিনিধি:

গত ১৫জুন বুধবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ইং।
এই প্রথম টেপের মাধ্যমে শুরু হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে আগামী ২১জুন ২০২২ পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলা পরিসংখ্যান অফিসের আওতাধীন জোন ৬ও৮ এর হাজারীগঞ্জ, জাহানপুর, এওয়াজপুর, চরকলমি, উপকূলীয় এলাকায় দুর্গম চরাঞ্চলের জনশুমারি ও গৃহগণনা ২০২২ইং এর কাজ চলমান। এসব এলাকায় সুপারভাইজার ও গণনাকারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও ঝড় বৃষ্টির মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে সার্বিক দেখাশোনা করেন জোনাল অফিসার দীবাকর চন্দ্র দাস ও মোবারক হোসেন। কার্যক্ষেত্রে ঝড় বৃষ্টির মধ্যেও মাঠ পর্যায়ে দেখা গেছে তাদের। এসব এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জোনাল অফিসার দীবাকর চন্দ্র দাস ও মোবারক হোসেন। গণনাকারী হাওলাদার শাহাবুদ্দিন জানান চরফ্যাশনে ভারী বৃষ্টির মধ্যেও সুপারভাইজার মাজহারুল ইসলাম মিন্টু হাওলাদার ও জোনাল অফিসার দিবাকর চন্দ্র দাস মাঠ পর্যায়ে এসে সার্বিক সহযোগিতা করেছেন।

চরফ্যাশন উপজেলা পরিসংখ্যান (ইউসিসি) পলাশ চন্দ্র দাস বলেন তারা কর্মদক্ষ ও পরিশ্রমী অফিসার এর পূর্বের কাজগুলোও ভালো ভাবে পরিচালনা করেছে।আমি আশা করি এবারের ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃণনা ২০২২ইং এর কাজ সুপারভাইজার ও গণনাকারিদেরকে দিয়ে সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে কাজ উঠিয়ে আনবে।