চরফ্যাশনে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, সমন জারি

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে এক নারীকে শ্লীলতাহানিসহ মারধরের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছেন।

চরফ্যাশনের ৪৩নং পশ্চিম এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নাম গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। তার বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর– সি আর ৩৯২/২০।

জানা যায়, উপজেলার পশ্চিম এওয়াজপুর ২নং ওয়ার্ডের সরস্বতী রাণী বাদী হয়ে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ নিতাই চন্দ্র দেবনাথের স্ত্রী স্বরস্বতী রাণীকে একা পেয়ে শ্লীলতাহানিসহ মারধর করে। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালতে স্কুল শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথসহ আসামীদের রিরুদ্ধে সমন দিয়েছেন।

মারধরের শিকার সরস্বতী রাণী বলেন, শুধু এবারই নয় ইতিপূর্বে আমাকে একাধিকবার পিটিয়ে আহত করেছে। আমি অসহায়, টাকার অভাবে আইনের কাছে যেতে পারিনি।

গোরাঙ্গ চন্দ্র দেবনাথ বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। বেয়াদবি করায় মারধর করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি বিষয়টি শুনেছি শিক্ষা অফিসের সাথে আলাপ করব।