চরফ্যাশনে স্ত্রীর একাউন্টে টাকা রেখে চিকিৎসা খরচ না পেয়ে আত্মহত্যা

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাসনের কুলছুমবাগ গ্রামের জাহের (৪৮) তার স্ত্রী ফরিদার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মাস পর্যন্ত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জাহের। সম্প্রতি নিজ নামীয় ২৮ শতাংশ জমি বিক্রি করে প্রায় ১৪ লাখ টাকা স্ত্রী ফরিদার নামে ব্যাংকে হিসাব খুলে জমি বিক্রির সমুদয় টাকা স্ত্রী র নামে রেখে দেন। গত কয়েকদিন যাবত অসুস্থ স্বামী জাহের স্ত্রীর কাছে চিকিৎসা করতে টাকা চায়। স্ত্রী তাকে টাকা দেয়নি। ধারণা করা হচ্ছে চিকিৎসার টাকা না পেয়ে স্ত্রীর সাথে অভিমান করে জাহের সোমবার রাত ১০টার সময় কুলছুমবাগ গ্রামের নিজ বাড়ীর দরজায় এসে সবার অগোচরে বিষপান করে। বাড়ীর লোকজন টের পেয়ে জাহেরকে প্রথমে চরফ্যাসন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে জাহের ভোলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জাহের চরফ্যাসন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুলছুম বাগ গ্রামের বাচ্চু মৃধার ছেলে। জাহেরের ২ মেয়ে ১ ছেলে রয়েছে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, লাশ ভোলা মর্গে থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।