ডিএমপি’র নতুন কমিশনার শফিকুল ইসলাম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর কমিশনার করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ডিএমপি কমিশনার করা হয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাশের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বর্তমান কমিশনার আছাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন নতুন কমিশনার।

এডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা-চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন।

দু’বছর আগে পদোন্নতি পেয়ে এডিশনাল আইজি হিসেবে প্রথমে এন্টি টেররিজম ইউনিট ও পরে সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন।

চাকরি জীবনে আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু’বার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পান মোহাম্মদ শফিকুল ইসলাম।