দৌলতখানে জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নৌবাহিনী

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে যাওয়া বেড়িবাঁধের বাইরের এলাকার ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭, ৮ ও সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসির চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সেখানে আরও উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল মতিন।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, বিস্কুট ও নুডুলস। এসব খাদ্য সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।