দৌলতখানে পুলিশের ধাওয়ায় নদীতে পড়ে নিখোঁজ যুবক

দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালায় দৌলতখান থানার পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নোমান (২৮) নামের এক যুবক নদীতে পড়ে যান। পরে পুলিশ ও স্থানীয়রা অনেক খুঁজেও তার সন্ধান পায়নি।

নিখোঁজ যুবক চরখলিফার ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার বাসিন্দা। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করেন।

ইলিয়াছ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, নদীর পাড়ে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে ওই যুবক নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি নদীর পানিতে তলিয়ে যান। এখন পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করে ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের সদস্য রাসেল ও সজিবকে বরখাস্ত করা হয়েছে।