নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশালে ৩৩ জেলে আটক

ভোলা প্রতিদিন অনলাইন: নিষেধাজ্ঞা অমান্য করে নদ-নদীতে ইলিশ শিকারের অপরাধে ৩৩ জেলেকে আটক করেছে বরিশাল সদর নৌ থানা পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে নৌ পুলিশের দুটি টিম। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

পরে আটক জেলেদের বরিশালে এনে তাদের মধ্যে ১৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বাকি ১৫ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের দুটি টিম কীর্তনখোলা, আড়িয়াল খাঁ এবং কালাবদর নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করে। পরবর্তীতে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ১৮ জনকে কারাদণ্ড এবং ১৫ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন বিচারক।

এই তথ্য নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, উদ্ধার জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।