ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর:এমপি এমপি শাওন 

 ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।
৩০ মার্চ, ২০২২ বুধবার বিকাল ৪ টায় ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন,  বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ ছানাউল হক, চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম, ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ওসমান গনি  লিগাল এইড অফিসার সব্বির মোহাম্মদ খালিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসেবে বক্তব্য রাখেন।
বিচারকদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা অসহায় জনগনের পাশে থাকবেন।
এবং সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। অসহায় মানুষ বিচারকের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে।আাশ করি আপনারা আর্থিক অসচ্ছল আর্থসামাজিক প্রতিকূলতার কারণে বিচার বঞ্চিত মানুষের বিচার প্রার্থী সরকারি খরচে আইনগত সহায়তা দিতে লীগ্যাল এইড সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।আশাকরি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দুঃস্থ মানুষের আইনি সেবা ভোলা জেলায় শত ভাগ সফল করা হবে।