প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ বিতরণে দলমত বিবেচনা নয়: এমপি শাওন

আব্দুর রহমান নোমান: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কর্মহীন দুস্থ অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এমনটাই অবহিত করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, করোনা ভাইরাস বিস্তার, প্রতিরোধ ও ত্রাণ কমিটির তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, শিক্ষক প্রতিনিধি ও মসজিদের সন্মানীত ইমাম এবং ইউনিয়ন কমিটির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সংশিষ্ট ইউনিয়নের সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল পেশাজীবী সংগঠন থেকে প্রতিনিধির সমন্বয়ে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আগামী দুই দিনের মধ্যে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটির কাছে এবং ইউনিয়ন কমিটি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সেলে জমা দিতে হবে।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন হাতে এসেছে, সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো, সেখানে কোন দল বা মত দেখা হবে না। সুতরাং, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কর্মহীন, দু:স্থ ও অসহায় মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন সামাজিক দূরত্ব মেনে চলুন।’’