বিদেশে অবস্থান করায় সেদিন জাতির জনকের সুযোগ্য দুই কন্যা প্রাণে বেঁচে যান এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল ঘাতকরা। বিদেশে অবস্থান করায় সেদিন জাতির জনকের সুযোগ্য দুই কন্যা প্রাণে বেঁচে যান। ৮১ সালের ১৭ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে আওয়ামীলীগের প্রাণ ফিরে আসে।
সোবার সকালে লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বীর মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, হেদায়েতুল ইসলাম মিন্টু, আকতার হোসেন, ফরিদুল হক তালুকদার, ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, পৌর মহিলা আওয়ামীলীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তার, উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক মুর্তজা সজিব, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ উপস্থিত ছিলেন।