বোরহানউদ্দিনে করোনা শনাক্ত রোগীর চিকিৎসা চলছে বাড়িতে

আব্দুর রহমান নোমান: ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাস শনাক্ত হওয়া শিশুর চিকিৎসা চলছে বাড়িতে। ওই রোগীর বয়স কম (৮ থেকে ১০ বছর) হওয়ায় তাকে হাসপাতালে নিলে ভয় পেতে পারে এবং এতে হিতে বিপরীত হওয়ার শঙ্কা থেকেই তাকে বাড়িতে সম্পূর্ণ আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ ভোলা প্রতিদিনকে ( bhola pratidin ) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে মনপুরায় শনাক্ত হওয়া ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনকে করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৭১৬ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ৭৭২ জন। করোনাভাইরাস পরিস্থিতিতে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ১৪৮৮ জন।

তিনি জানান, করোনাভাইরাস সন্দেহে এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি। এখন পর্যন্ত মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ৯০ জন।

সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ জনের রিপোর্টের ফলাফল এসেছে। তাদের সবার রিপোর্টই নেগেটিভ। এর ফলে জেলায় করোনা শনাক্ত হওয়া রোগী আগের দু’জনই।