বোরহানউদ্দিনে প্রাইমারি শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা

আব্দুর রহমান নোমান: ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা শুরু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।

বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক নুরন নাহার বেগম, বায়োমেট্রিক হাজিরা মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান বায়োএক্সেস টেক কোম্পানির পরিচালক খন্দকার মো. হাবিবুল্লাহ, যৌথ সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স ইমু ট্রেডার্সের পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় শিক্ষা কর্মকর্তা বলেন, এখন থেকে শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। কেউ সময়ের হেরফের করলে মেশিনে তা ধরা পরে যাবে। তাই স্কুল ফাঁকি দিয়ে কোনো শিক্ষক আর পার পাবে না।

তিনি বলেন, এখন থেকে উপজেলার ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ডিজিটাল হাজিরার শুভ সূচনা করা হল।