বোরহানউদ্দিনে মালয়েশিয়া প্রবাসী কাওসার মোল্লার প্রতারণা” হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন মোকলেছ মোল্লার ছেলে কাওছার ওরপে একে কাওসার মোল্লা নামের এক প্রতারকের খপ্পরে পরে টাকা পয়সা হারিয়ে পথে বসেছে শত-শত পরিবার।

মালয়েশিয়া প্রবাসী একে কাওসার মোল্লা মালয়েশিয়া বসে স্ত্রী আয়শা আক্তার সুমা ও তার মা বকুলের মাধ্যমে প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর মালয়েশিয়া নেওয়ার কথা বলে একই এলাকার আবু তাহেরের ছেলে আল আমিন (৩৫), হাসেম গোলদারের ছেলে নাগর (৩৫) ও মাহাফুজ, আলআমিন, লাভু, মিজানুর রহমানসহ বরিশাল ও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১শত লোক ভিসা দিয়ে মালয়েশিয়া নেয়। পরে তাদেরকে জিম্মি করে হাতিয়ে নেয় কোটি-কোটি টাকা। এতে টাকা পয়সা হারিয়ে পথে বসেছে ওই পরিবার গুলো। এমন অভিযোগ ভুক্তভোগীদের।

শুক্রবার বিকালে ভুক্তভোগী আলআমিন ও নাগরসহ অনেকে অভিযোগ করে বলেন, প্রায় ১৬ বছর আগে মালয়েশিয়া যায় কাওসার ওরফে একে কাওসার মোল্লা। সেখানে একটি কোম্পানি খুলে বসেন তিনি। পরে ওই কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া নেওয়ার কথা বলে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এলাকা থেকে প্রায় ১শত লোকের কাছ থেকে ৪ লক্ষ ও কারো কাছ থেকে ৩ লক্ষটাকা করে হাতিয়ে নেয় কাওসার মোল্লা ও তার স্ত্রী আয়শা আক্তার সুমা এবং তার মা বকুল। এদের মধ্যে প্রায় ৫০ জনকে ওই কোম্পানির ভিসা দিয়ে মালয়েশিয়া নেয় কাওসার ওরফে একে কাওসায়। আর মালয়েশিয়া নিয়ে শুরু করেন আরেক প্রতারণা। তাদেরকে আটকিয়ে রেখে আকামা করে দেওয়ার কথা বলে এলাকা থেকে টাকা পয়সা নেওয়ার জন্য মুক্তিপন আদায় করতে নির্যাতন চালাত কাওসার ওরফে একে কাওসার মোল্লা। এক পর্যায়ে তাদের কাছ থেকে আদায় করত মোটা অংকের মুক্তিপনের টাকা। আর মুক্তিপনের টাকা দিতে গিয়ে জামি ও বাড়ি বিক্রি করতে হত ওই পরিবার গুলো।আর জমি ও বাড়ি বিক্রি করে লাখ -লাখ টাকা হারিয়ে পথে বসেছে তারা। মালয়েশিয়া বসে এমন প্রতারণার কার্যক্রম চালাচ্ছে কাওসার ওরফে একে কাওসার মোল্লা নামের ওই প্রতারক। আর নতুন বাজার সংলগ্ন তার গ্রামের বাড়িতে বসে ওই টাকা গ্রহন করত তার স্ত্রী আয়শা আক্তার সুমা ও তার মা বকুল। ওই প্রতারণার টাকা দিয়ে এলাকায় বানিয়েছে আলিশান বাড়ি। কিনেছে কোটি-কোটি টাকার জমি। এদিকে ভুক্তভোগী পরিবার গুলো প্রতিবাদ করলে মালয়েশিয়ায় গিয়ে আটকে থাকা প্রবাসীদেরকে হত্যার হুমকি দিত প্রতারক কাওসার ওরফে একে কাওসার।

অন্যদিকে অভিযুক্ত কাওসার ওরফে একে কাওসার মালয়েশিয়া থাকায় মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তার বাড়িতে গেলে তার স্ত্রী আয়শা আক্তার সুমা বলেন, আমার স্বামী কাওসার মোল্লা তাদেরকে মালয়েশিয়া নিয়েছে। সেখান থেকে কিছুলোক এলাকায় এসে আমাদের কাছে তাদের টাকা ফেরত চায়। বিষয়টি নিয়ে একবার শালিশ মিমাংসায় বসেছে। সেখানে তারা ২৫ লক্ষটাকা পবে বলে দাবি করেছে। কাওসার মোল্লার মা বকুল বেগম বলেন, আমার ছেলের কাছ থেকে তারা টাকা পাবে, আবার আমার ছেলেও তাদের কাছ থেকে টাকা পাবে। যাহা আমার ছেলের কাছে খাতায় হিসাব লেখা আছে। বিষয়টি তারা আবার মালয়েশিয়া গেলে সেখানে বসে আমার ছেলে তাদের সাথে খাতা দেখে হিসাব করে মিমাংসা করবে।

উল্লেখ্যঃ প্রতারণার পর থেকেই মালয়েশিয়া থেকে দেশে আসেনি একে কাওসার মোল্লা। দেশে বসে প্রতারণার কার্যক্রম চালাত তার মা ও স্ত্রী। ভুক্তভোগীরা বাড়িতে আসলে তাদেরকে দিত মিথ্য মামলার হুমকি ও বিভিন্ন ভয় দেখানো হত। করত খারাপ আচোরন। তাদের নাকি উপরে লোক আছে।