ব্যবসায়ীর ঘর থেকে সরকারি চাল উদ্ধার করলেন এমপি শাওন

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তা নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে শুরু থেকেই হুঁশিয়ার করে আসছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এই জিরো টলারেন্সের অংশ হিসেবে লালমোহনে এক ব্যবসায়ীর বসত ঘর থেকে সরকারি চাল উদ্ধার করেছেন দ্বীপবন্ধু নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এরপর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিকে খবর দিলে তিনি চালগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী সামছুদ্দিনকে ১ মাসের কারাদণ্ড দেন। এসময় সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পাওয়া যায়।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমার নির্বাচনী এলাকার লালমোহন-তজুমদ্দিনের কেউ যদি অনিয়মের সাথে জড়িত থাকে, সে যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধকেই সমর্থন করতে নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।