ভোট চলাকালে বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যু

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের সময় মারা গেলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খাঁন। সোমবার বিকালে করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তিনি করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি। তার পক্ষে প্রধান এজেন্ট ও চালনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত চালনা পৌর নির্বাচনে মেয়র পদে আবুল খয়ের খাঁন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী গৌতম কুমার রায় ও অচিন্ত্য কুমার মণ্ডল।