ভোলার কোন থানায় কতজন করোনা থেকে সুস্থ

ফাইল ছবি

ভোলা জেলায় করোনা শনাক্তের পাশাপাশি সবচেয়ে বেশি সুস্থও হয়েছেন সদর থানায়। এখানে সুস্থ হয়েছেন ৭৬ জন। এছাড়া দৌলতখানে ৮, বোরহানউদ্দিনে ২১, লালমোহনে ১৭, চরফ্যাশনে ২৩, তজুমদ্দিনে ৩ এবং মনপুরায় ৯ জন সুস্থ হয়েছেন।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোলা সদরে ১৬১ জন, দৌলতখানে ২৭,  বোরহানউদ্দিনে ৪৬, লালমোহনে ৩৮, চরফ্যাশনে ৪৩, তজুমদ্দিনে ২৪ এবং মনপুরায় ১৮ জন শনাক্ত হয়েছেন।

এই পরিসংখ্যানবিদ বলেন, জেলা থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট এসেছে ৩ হাজার ৬৮৪টি। এরমধ্যে ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ৫ জন। সর্বশেষ মারা গেছেন পুলিশের একজন কনস্টেবল। তিনি চরফ্যাশনের দুলারহাটে কর্মরত ছিলেন।