ভোলার কোন থানায় কতজন করোনা রোগী শনাক্ত

ভোলা জেলায় এখন পর্যন্ত ১৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫২ জন সুস্থ হয়েছেন। বাকিরা এখনও হাসপাতালে এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোলা সদর থানায় সর্বাধিক শনাক্ত হয়েছেন। এ থানায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ জন। এছাড়া বোরহানউদ্দিনে শনাক্ত রোগীর সংখ্যা ২৪ জন, দৌলতখানে ১৮ জন, লালমোহনে ২০ জন, তজুমদ্দিনে ৮ জন, চরফ্যাশনে ২৫ এবং মনপুরায় শনাক্ত রোগীর সংখ্যা ৯ জন।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ৭ জন পজিটিভ। এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৫১৮টি রিপোর্ট এসেছে। আর ভোলা থেকে পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় ৬০টি এবং মোট ৩ হাজার ৭৫টি নমুনা পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১ জন সুস্থ হয়েছেন। এর ফলে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫২ জন। নতুন শনাক্তদের মধ্যে ৪ জন তজুমদ্দিনের, বোরহানউদ্দিনে ১ জন এবং লালমোহনের ২ জন রয়েছেন।