ভোলায় আঘাত হানলো করোনা, বোরহানউদ্দিন-মনপুরায় শনাক্ত ২

আব্দুর রহমান নোমান: ভোলা জেলা এতদিন করোনাভাইরাসমুক্ত থাকলেও এখানে শেষ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার বোরহানউদ্দিন এবং মনপুরা উপজেলায় একজন করে মোট দু’জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে।

ভোলা জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে জেলায় ৯ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে দু’জনের করোনাভাইরাস পজিটিভ। তাদের একজন বোরহানউদ্দিন উপজেলার এবং আরেকজন মনপুরার।

করোনা শনাক্ত হওয়া দু’জনের মধ্যে মনপুরার শনাক্ত ব্যক্তি ঢাকার মিরপুর থেকে এসেছেন বলে জানিয়েছেন সির্ভিল সার্জন। তার কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে। তবে বোরহানউদ্দিনের ব্যক্তির কীভাবে আক্রান্ত হতে পারেন সেই বিষয়ে এখনও ট্রেসিং করা যায়নি বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, আমরা এখন পর্যন্ত ২৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। এরমধ্যে ২২৩ জনের পরীক্ষার ফলাফল পেয়েছি।

তিনি বলেন, মনপুরার আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে বোরহানউদ্দিনের আক্রান্ত শনাক্ত ব্যক্তি এখনও বাড়িতে রয়েছেন।

ডা. রতন কুমার ঢালী জানান, এখন জেলায় মোট ৫০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ১১৯৭ জন।