ভোলায় আজ ভ্যাকসিন নিলেন মাত্র ৯০ জন

হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিনে ভোলা জেলায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের সংখ্যা কমে গেছে। এদিন জেলায় মাত্র ৯০ জন ভ্যাকসিন নিয়েছেন। ভোলায় মোট ভ্যাকসিন নিয়েছেন ৪১ হাজার ৯২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এমআইএস) এর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভ্যাকসিন নেওয়া ৯০ জনের মধ্যে পুরুষ ৬৭ জন এবং নারী ২৩ জন। এছাড়া মোট ৪০ হাজার ৮৮৬ জনের মধ্যে পুরুষ ২৬ হাজার ১৩০ জন এবং নারী ১৪ হাজার ৭৫৬ জন। মোট ভ্যাকসিন নেওয়া ৪১ হাজার ৯২৩ জনের মধ্যে পুরুষ ২৬ হাজার ৭২৯ জন এবং নারী ১৫ হাজার ১৯৪ জন।

বরিশাল বিভাগে ২ লাখ ৩২ হাজার ৭০৩ জন ভ্যাকসিন নিয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন আপডেটে জানানো হয়।