ভোলায় আরও ১ জনের করোনা শনাক্ত, মোট ২৮৭

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় এখন মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৮৭ জন।

ভোলা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় একটি রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট পজিটিভ। তিনি বোরহানউদ্দিনের বাসিন্দা। এছাড়া এই সময়ে সুস্থ হয়েছেন ৯ জন। এর ফলে মোট সুস্থতার সংখ্যা ১০৯ জন।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে এসেছেন ৪৪। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৩৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪৯০১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন মোট ৯০ জন। এখন আইসোলেশনে আছেন ১০ জন, ২৪ ঘণ্টায় নতুন কেউ আইসোলেশনে আসেননি। মোট আইসোলেশনে ছিলেন ৬৮ জন।

কোন থানায় কতজন শনাক্ত
পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম বলেন, ভোলা জেলায় সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে ভোলা সদর থানায়। এখানে মোট শনাক্ত ১৩২ জন। দৌলতখানে ২৩, বোরহানউদ্দিনে ৩৪, লালমোহনে ৩২, চরফ্যাশনে ৩৯, তজুমদ্দিনে ১৪ এবং মনপুরায় ১৩ জন শনাক্ত হয়েছেন।

কোন থানায় কতজন সুস্থ
তিনি বলেন, শনাক্তের পাশাপাশি সবচেয়ে বেশি সুস্থও হয়েছেন ভোলা সদর থানায়। এখানে সুস্থ হয়েছেন ৪১ জন। এছাড়া দৌলতখানে ৮, বোরহানউদ্দিনে ১৬, লালমোহনে ১০, চরফ্যাশনে ২৩, তজুমদ্দিনে ২ এবং মনপুরায় ৯ জন সুস্থ হয়েছেন।

কোন থানায় কতজন মৃত
নজরুল ইসলাম জানান, ভোলা জেলায় মৃত ৪ জনের মধ্যে ভোলা সদরে ২, লালমোহনে ১ এবং চরফ্যাশনের ১ জন রয়েছেন।