ভোলায় আরও ২৩ জনের করোনা শনাক্ত, মোট রোগী ১৩৯

ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় এখন মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৩৯ জন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০০টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৩ জন পজিটিভ। এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৩৮৭টি রিপোর্ট এসেছে। আর ভোলা থেকে পরীক্ষার জন্য মোট ২ হাজার ৭১১টি নমুনা পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম বলেন, নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন ভোলা সদরের, বোরহানউদ্দিনে ৪ জন, চরফ্যাশনে ৪ জন এবং তজুমদ্দিনের ২ জন রয়েছেন।

এই পরিসংখ্যানবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৩৯ জন। জেলায় মোট ৩ হাজার ৮৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।