ভোলায় একজনের মৃত্যু নিয়ে তথ্যের গড়মিল

ভোলা জেলায় দু’জনের মৃত্যুর যে খবর আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে দেওয়া হয়েছে, সেখানে একজনের নাম ঢাকা থেকে ভুলক্রমে যোগ করা হয়েছে। সে ঢাকায় মারা গেছে, ভোলায় নয়।

ভোলা প্রতিদিনকে এমন তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তিনি বলেন, ঢাকায় মৃত ৬ বছরের ওই শিশুর বাড়ি মনপুরা। সে ক্যান্সারে আক্রান্ত ছিল। একইসঙ্গে করোনাভাইরাসও পজিটিভ এসেছে। তবে তার নমুনা ভোলা থেকে দেওয়া হয়নি। সে ভোলায় ছিলও না। হয়তোবা হোম ডিস্ট্রিক্ট ভোলা ধরে তার নাম জেলায় যোগ করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, অন্য একজন হচ্ছে লালমোহনের। তার নাম আলমগীর। সে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল। মৃত্যুর পরে তার করোনা পজিটিভ আসে।

ডা. রতন কুমার ঢালী বলেন, বৃহস্পতিবার সকালের পর আর কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি। সেই হিসাবে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪২। এরমধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন।

তিনি জানান, এখনও পর্যন্ত আমরা ১১৮০ জনের রিপোর্ট পেয়েছি। এরমধ্যে ৪২ জন পজিটিভ। অন্যদের করোনাভাইরাস নেগেটিভ।

সিভিল সার্জন জানান, জেলায় বর্তমানে ৫৮০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২৭৭৩ জন।

এছাড়া করোনা শনাক্ত সবার বাড়ি লকডাউন করা হয়েছে বলে ভোলা প্রতিদিনকে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।