ভোলায় এক সপ্তাহ ধরে আসছে না করোনা পরীক্ষার রিপোর্ট

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত এক সপ্তাহ ধরে ভোলা জেলায় কোনো রিপোর্ট আসছে না। এর ফলে জেলায় করোনা শনাক্ত হচ্ছে না নতুন করে। ভোলায় এখন পর্যন্ত কোভিড ১৯ শনাক্ত রোগী ১৮৯ জন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার যে ল্যাবে ভোলা থেকে পাঠানো নমুনা পরীক্ষা করা হতো সেই ল্যাবের প্রায় সবাই করোনায় আক্রান্ত। এজন্য গত এক সপ্তাহ ধরে ঢাকা থেকে কোনো রিপোর্ট আসছে না। অন্যদিকে বরিশালে নমুনা পাঠালে ৮০ শতাংশ পজিটিভ আসে। এজন্য আমরা সেখানে নমুনা পাঠাচ্ছি না।

বরিশালের ল্যাবে কি তাহলে ভুল রিপোর্ট আসে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, ভুল রিপোর্ট আসে এমনটা আমি বলবো না। বরং ৮০ শতাংশ পজিটিভ রিপোর্ট আসে সেখান থেকে। এজন্য আমরা সেখানে নমুনা পাঠাচ্ছি না।

নজরুল ইসলাম বলেন, গতকাল জেলায় নতুন করে দু’জন সুস্থ হয়েছেন। তারা দু’জনই লালমোহনের। এ নিয়ে জেলায় মোট ৬২ জন সুস্থ হয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২ জন।

এই পরিসংখ্যানবিদ বলেন, আজ আরও ৮৮টি স্যাম্পল ঢাকায় পাঠানো হবে। এখন পর্যন্ত পাঠানো হয়েছে ৩২৫৯টি স্যাম্পল। আর রিপোর্ট এসেছে মোট ২৬১০টি।