ভোলায় করোনা রোগী ৫০ ছাড়ালো, নতুন শনাক্ত ৬

ভোলা জেলায় নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৩৭টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ৫২টি পজিটিভ। গত ২৪ ঘণ্টায় ৬ জন শনাক্তের রিপোর্ট এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৫ জন ভোলা সদরের, একজন তজুমদ্দিনের। ভোলা থেকে পরীক্ষার জন্য মোট ২ হাজার ১০৬টি নমুনা পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫৭ জন। জেলায় মোট ৩ হাজার ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এই পরিসংখ্যানবিদ বলেন, জেলায় এখন ১১ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে ছিলেন ৩০ জন। এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই। তবে মোট ৯০ জন বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।