ভোলায় কী কারণে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু হচ্ছে না?

ভোলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হলেও মাত্র দু’জন বা অন্তত একজন দক্ষ জনবলের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

ভোলা প্রতিদিন এর এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব বসানো হয়েছে। তবে দক্ষ জনবলের অভাবে পরীক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। কিছু জনবল আছে। এখন মাইক্রোবায়োলজির দু’জন জনবল দরকার। তাদের না পাওয়ায় চালু করা যাচ্ছে না।

তবে মাইক্রোবায়োলজির একজন পেলেও পিসিআর ল্যাব চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র দেওয়া আছে।

অন্যদিকে ভোলা জেলায় নতুন করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দু’জনই মনপুরার। এর ফলে জেলায় করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা ২৭৪।

সিভিল সার্জন বলেন, ভোলা জেলায় এখন পর্যন্ত মোট ৯০ জন সুস্থ হয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৩ জন। এখন আইসোলেশনে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আইসোলেশনে আসেননি। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৭৪ জন।