ভোলায় কে নেবেন প্রথম ভ্যাকসিন

ভোলা জেলায় প্রথম ভ্যাকসিন কে নেবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মলয় চন্দ্র দাস।

তিনি বলেন, এখনও পর্যন্ত আমার জানামতে এমন কিছু ঠিক করা হয়নি।

অন্যদিকে ভোলায় করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ‘পলিটিক্যাল অনলাইন অ্যাক্টিভিস্ট’ এবং ভোলা প্রতিদিন এর ভোলা সদর প্রতিনিধি সরদার রিহান।

ফেসবুকে জেলা প্রশাসককে ট্যাগ করে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ভোলায় করোনার প্রথম ভ্যাক্সিন আমিই নিতে চাই।’

প্রথম ভ্যাকসিন কেন নিতে চান? এমন প্রশ্নের জবাবে সরদার রিহান বলেন, ‘‘করোনা মোকাবেলা আমাদের মতো তৃতীয় বিশ্বের জন্য ছিল বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সরকার সফলতার সাথে মোকাবেলা করে আসছে। দুঃখজনক হলেও সত্য সরকার শুধু করোনাকে মোকাবেলা করতে হয়নি, মোকাবেলা করতে হয়েছে এদেশের অপপ্রচারকারী, গুজব রটনাকারী দেশবিরোধী চক্রকেও। তাদের সাথে যুক্ত হয়েছে ধর্মান্ধ মৌলবাদী গ্রুপও। মুসলমানের করোনা হবে না বলে তারা অপপ্রচার চালিয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে।

সরদার রিহান

তখন সরকারকে যেভাবে একজন সুনাগরিক সাহায্য করেছি, ঠিক তেমনই আজ যখন করোনার ভ্যাকসিন বাংলাদেশে এসেছে তখনও করোনার টীকা ভুয়া, অকার্যকর বলে সেই দেশবিরোধী চক্র আবার অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে করোনার টিকা না নিতে প্রচারণা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একজন সুনাগরিক হিসেবে করোনার ভ্যাকসিন নিতে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতেই আমার জেলায় করোনার প্রথম ভ্যাকসিন আমিই নিতে চাই।’’