ভোলায় দেড় কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধিঃ  ভোলা সদর পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে দেড় কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ২৫ নভেম্বর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটকরা ব্রাজিল দলের সাপোর্টার বলে জানা গেছে। এদের মধ্যে একজনের গায়ে ব্রাজিল লেখা জার্সি ছিল। দেশ হিসেবে ব্রাজিলও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড হতে তাদেরকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ প্রেম রোড ন্যাশনাল হোমিও ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মেহেদী হাসান শাকিল (২৪), সাং- দক্ষিণ চরনোয়াবাদ, ৭নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, মোঃ আমির হোসেন সবুজ (২০), সাং- দক্ষিণ চরনোয়াবাদ, ৮নং ওয়ার্ড, বাপ্তা ইউপি, মোঃ নিশাত (১৯), সাং- দক্ষিণ চরনোয়াবাদ, ৭নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, সর্ব থানা ও জেলা-ভোলাদেরকে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।

আটক আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জেলা পুলিশ সূত্র জানিয়েছে।