ভোলায় নতুন করে আরও একজনের করোনা শনাক্ত

ভোলা জেলায় নতুন করে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত এই ব্যক্তির ভোলা সদর উপজেলার। এর ফলে ভোলা সদরে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৭। আর পুরো জেলায় মোট রোগীর সংখ্যা ৭৫ জন।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১১১টি রিপোর্ট এসেছে। এরমধ্যে একজনের করোনা পজিটিভ। তিনি ভোলা সদর উপজেলার। এখন পর্যন্ত মোট রিপোর্ট এসেছে ১৯২৭ জনের, যাদের মধ্যে ৭৫ জন পজিটিভ।

তবে আইইডিসিআর এর ওয়েবসাইটে ভোলা জেলায় ৮০ জনের করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর সুস্থ হয়েছেন ২৬ জন। মারা গেছেন দুই জন। মৃত ২ জনের একজন লালমোহনের, অন্যজন চরফ্যাশনের।

এই পরিসংখ্যানবিদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৮৯ জন। আর মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫৩৩ জন। এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না থাকলেও মোট ৯০ জন বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

নজরুল ইসলাম বলেন, এখন জেলায় ১২ জন আইসোলেশনে রয়েছেন। মোট আইসোলেশনে ছিলেন ৪৩ জন।