ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুর রহিম নামে যুবদলের এক কর্মী। আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৫০ জন।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে।

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির পালনের জন্য সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন। ১১টার দিকে দলটির নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন দলটির বেশ কয়েক নেতাকর্মী। আহত হয় সাত পুলিশ কর্মকর্তাও। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই আব্দুর রহিম মারা যান।

সংঘর্ষের পর সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নই।