ভোলায় পুলিশের হাত থেকে পালালো হত্যা মামলার আসামি

ভোলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জাল পাতা নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষে নিহত আবুল বাশার (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মাকসুদ পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর পালিয়েছে।

সোমবার দুপুরে ভোলার বাপ্তার হাজিরহাট এলাকায় পুলিশকে ফাঁকি দিয়ে আসামি পালানোর এ ঘটনা ঘটে।

ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানান, একটি হত্যা মামলায় সোমবার সকালে মাকসুদকে গ্রেপ্তার করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুজন। দুপুরের দিকে ওই তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই রতন কুমার শীল আদালতে পাঠানোর উদ্দেশে মাকসুদকে নিয়ে ভোলা সদরে আসছিলেন। পথিমধ্যে হাজিরহাট এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা সেখানে দাঁড়িয়ে পড়েন। এ সময় মাকসুদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া আসামিকে আটকের জন্য সেখানে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ভোলা সদরের তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলে আব্দুল বাশার গ্রুপ ও মাকসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪/৫ জন আহত হয়।

এ সময় স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রোববার দুপুরের দিকে বাশারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তোফায়েল ও মাকসুদ নামে দুই আসামিকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে পুলিশ।