ভোলায় হারিয়ে যাওয়া ১৫টি স্মার্ট ফোন উদ্ধার

ভোলায় হারিয়ে যাওয়া ১৫টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। ফোনের প্রকৃত মালিকরা হারানো মোবাইল ফোন হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

এসময় তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।

পুলিশ সূত্র আরও জানায়, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫টি স্মার্ট ফোন আজ বুধবার (৩০ নভেম্বর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার।

এসময় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।