ভোলায় ৩৯ হাজারের বেশি মানুষের ভ্যাকসিন গ্রহণ

ভোলা জেলায় করোনাভাইরাস নির্মূলে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৯ হাজার জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে রোববার ভ্যাকসিন নিয়েছেন ৬৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এমআইএস) এর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভ্যাকসিন নেওয়া ৬৮৮ জনের মধ্যে পুরুষ ৩৪১ জন এবং নারী ৩৪৭ জন। এছাড়া মোট ৩৯ হাজার ১৯ জনের মধ্যে পুরুষ ২৫ হাজার ১৭২ জন এবং নারী ১৩ হাজার ৮৪৭ জন।

বরিশাল বিভাগে ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন ভ্যাকসিন নিয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন আপডেটে জানানো হয়।