যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন 

বিশেষ প্রতিনিধিঃ যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী কর্তৃক গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়,লালমোহন উপজোর কালমা ইউনিয়নের লেজছকিনা ১ নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে মোসাঃ রিংকু বেগমের গত ১৫ বছর আগে ইসলামি শরীয়ত মোতাবেক সামাজিক ভাবে বিয়ে হয় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাস্টার বাড়ির মাসুদের সাথে।বিয়ের সময় বর পক্ষের দাবি অনুযায়ী টাকা স্বর্ণালংকার ও মালামাল দেয়।
বিয়ের পর থেকে যৌতুক লোভী পাষাণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুক দাবি করে আসছে।যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে গৃহ বধুকে শারিরিকও মানুষিক নির্যাতন চালায়।কন্যার সুখের কথা চিন্তা করে তার বাবা বিভিন্ন সময় যৌতুক দেয়।তাতেও খায়েশ মিটেনি যৌতুক লোভী পাষাণ্ড স্বামী ও তার পরিবারের।
গৃহবধূ তিন সন্তানের জননী হওয়া সত্যেও যৌতুকের জন্য তাকে চাপ দিতে ও নির্যাতন করতে থাকে বিভিন্ন সময় তাকে বাপের বাড়িতে ফেলে রাখে।
এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ সন্ধায় স্বামী, ভাসুর ও জাল সহ অন্যঅন্যরা মিলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে স্বামীর বাড়িতে আটকে রাখে।
পরে গৃহবধূর বাবা মা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে এনে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় গৃহবধূ ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।