লক্ষীপুর জেলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী লালমোহনে গ্রেফতার 

লক্ষীপুর জেলার রামগতি উপজেলার কুখ্যাত ডাকাত ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ । সোমবার রাতে দক্ষিণ লালমোহনের দেওয়াল কান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়।

মিলন জিআর ৪৮৪/১৪ (চরজব্বর,নোয়াখালী) The arms act 1878 এর 19(1)/19A ধারায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি । তার পিতার নাম নজির আহমেদ ওরফে নজির ডাকাত ওরফে কানা নজির ।তার পূর্বের বাড়ী চরফ্যাশন পৌরসভার ২ নং ওয়ার্ড, বর্তমানে সে লক্ষীপুর জেলার রামগতি থানার রড় খেরী গ্রামের বাসিন্ধা।

মিলনের বিরুদ্ধে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, দৌলতখান থানায় ৩ টি মার্ডার, ২টি চুরি, ১টি অস্ত্র মামলা সহ ৭টি মামলা বিচারাধীন আছে। সে একজন পেশাদার ডাকাত।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। লালমোহনের আইন শৃঙ্খলার উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে আজ মঙ্গলবার লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।