লালমোহন উপজেলা হাসপাতালকে আধুনিক করতে সবার সহযোগিতা প্রয়োজন: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে রূপান্তর করতে ডাক্তার, নার্স ও সুইপারদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ ও মানোন্নয়নের দিক দিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন পর্যন্ত ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করেছে।

এমপি শাওন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সরকারি চাকরী করতে হলে সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। যে যার দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে।

শনিবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ডাঃ মোঃ মহসীন খাঁন প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে দ্বীপজেলা ভোলায় সর্বপ্রথম এমপি শাওনের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নিজের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রুপান্তরে তথ্য প্রযুক্তির সেরা এলাকা হবে লালমোহন তজুমদ্দিন।

আইসিটি উপদেষ্টা এমপি শাওন পুত্র ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সময়ে বিশ্বকে তাক লাগিয়ে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বক্তব্য রাখেন।