লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে মাছ ধরার অভিযোগ 

লালমোহন প্রতিনিধিঃলালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে পুকুরে মাছ ধরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর ৬ নং ওয়ার্ডে গত ২১ জুন সকাল ৮ টার সময় এঘটনা ঘটে। জানাযায়,বালুরচর ৬ নং ওয়ার্ডের মৃত হোসেন মীরের ছেলে মোঃ কাশেম মীর আদালতে গত ১৪-৬-২১ ইং তারিখে একটি মামলা করেন।যার এমপি মামলা নং-২৪০/২১( লাল) এতে ফৌজদারী কার্যবিধি আইনের -১৪৪/১৪৫ জারি করে আদেশ  লালমোহন ভূমি কমিশনার ও লালমোহন থানায়  কপি আসে লালমোহন থানা থেকে নোটিশ নিয়ে যাওয়ার পর বিরোধীয় জমির পুকুর থেকে বিবাদী বাচ্চু,বশার,মাফু,সেলিম, লতিফ,ইদ্রিস, মাছ ধরে বিক্রি করে বলে অভিযোগ করেন মামলার বাদী মোঃ কাশেম। কাশেম আরো অভিযোগ করে জানান, আমাদের জমি তৌজি নং-৩৪, এস এ ৩১৯ দাগ নং-৪১৫৭/৪১৫৮/৪১৫৯/৪১৬০/৪১৬১/৪১৬২/৪১৬৩/৪১৬৪/৪১৬৫ মোট জমি ৩.৬০ এবংবালুরচর মৌজার এস এ ২৯৩ নং খতিয়ান দাগ নং -৪০৬৭ জমির পরিমাণ ২২শতাংশ উক্ত জমি বিবাদী গন বে আইনি ভাবে ভোগ দখল করে আসছে।ভুক্তভুগী কাশেম এ জমির ন্যায় বিচার দাবি করেন।