লালমোহনে আরও ৩ জনের করোনা শনাক্ত

ভোলা জেলায় আজ নতুন করে যে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে লালমোহন উপজেলার তিন জন রয়েছেন। এর ফলে লালমোহনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ জন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. মিজানুর রহমান ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালমোহনে ৩ জনের মধ্যে পৌর এলাকার ১ জন, চরভূতা ইউনিয়নের হরিগঞ্জে ১ জন এবং মঙ্গলসিকদার এলাকার ১ জন রয়েছেন।

এছাড়া উপজেলার ফরাজগঞ্জ এবং বালুরচর এলাকায় আগে থেকে একজন করে দু’জন করোনা রোগী রয়েছেন। এদের মধ্যে ফরাজগঞ্জের আসমা বেগমের নমুনা রিটেস্ট এর জন্য পাঠানো হয়েছে।

নতুন করে ৩ জন শনাক্ত হওয়ায় লালমোহনের জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. মিজানুর রহমান।

অন্যদিকে ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ভোলা সদরে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন এবং লালমোহনের ৩ জন রয়েছেন।

নজরুল ইসলাম বলেন, নতুন এই ১০ জন শনাক্ত হওয়ার কারণে জেলায় মোট রোগীর সংখ্যা ৩৩। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।