লালমোহনে ইউএনও’র হস্তক্ষেপে ১০ টাকার লঞ্চঘাট টিকেট ৫ টাকা

লালমোহনে ইউএনও’র হস্তক্ষেপে ১০ টাকার লঞ্চঘাট টিকেট ৫ টাকা করা হয়েছে। দীর্ঘদিন যাত্রীদের সাথে এ নিয়ে বাড়াবাড়ি হয়ে আসছিল।

জানা যায়, লঞ্চের যাত্রীদের মঙ্গলসিকদার ও নাজিরপুর ঘাটে এ নিয়ে হয়রানির শিকার হতে হয়েছিল। বিষয়টি লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানতে পেয়ে আজ ১২ মে ইজারাদারদেরকে আল্টিমেটাম দেন।

এর পরিপ্রেক্ষিতে ইজারাদাররা ১০ টাকার বদলে ৫ টাকা করে টিকেট ছাপিয়ে ইউএনওকে দেখিয়ে নেয়।

ইউএনও পল্লব কুমার হাজরা জানান, আমি জানতে পারি যে লালমোহন মঙ্গলসিকদার ও নাজিরপুর লঞ্চ ঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার টিকেট ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই ইজারাদারদের ডেকে সতর্ক করি। পরে তারা ৫ টাকার টিকিট ছাপিয়ে আমাকে দেখিয়ে নেয়।

ইউএনও বলেন, ইজারাদাররা কমিটমেন্ট করে। এরপর যদি ৫ টাকার বদলে ৬ টাকাও নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মানুষ যেন কোন রকম হয়রানির শিকার না হয়।