লালমোহনে ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭/৮ নং ওয়ার্ডে হাজী মোঃ আবদুল মালেক এর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলছে দূর্বৃত্তরা।

১৪ মার্চ দিবাগত রাতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটায় দূর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আবদুস শহিদ মিয়ার ছেলে হাজী মোঃ আবদুল মালেক দীর্ঘদিন ধরে ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ১৩ একর জমিতে ঘের করে ৪টি পোল্ট্রি মুরগীর ফার্ম ও ঘের করে মাছ চাষ করে আসছেন। ১৪ মার্চ রাতে দূর্বৃত্তরা হাজী আঃ মালেক এর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। ১৫ মার্চ সকালে আঃ মালেক মিয়া ঘেরের পাড়ে গিয়ে দেখতে পান তার ঘেরের মাছ মরে ভাসছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানান আঃ মালেক মিয়া।

তিনি আরও জানান, এলাকার অনেকে সাথে তার জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে।

স্থানীয়রা জানান, হাজী আবদুল মালেক মিয়া দীর্ঘদিন ধরে তার নিজস্ব জমিতে মাছ চাষ করে আসছেন। দূর্বৃত্তদের এ ধরেণের ঘটনায় সু্ষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।