লালমোহনে জমি নিয়ে বিরোধের জেরে আহত ১

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬৫ বছরের বৃদ্ধাকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের ৮নং ওয়ার্ডের মিয়া হইর বাড়িতে ১১ অক্টোবর সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের শহিদ ও তার স্ত্রী নাজমা অনধিকার প্রবেশ করে নুর মোহাম্মদ (৬৫) কে এলোপাতাড়ি ভাবে গাবের লাঠি দিয়ে মারপিট করে। এসময় নুর মোহাম্মদের চিৎকারে তার ছেলে ইব্রাহিম ছুটে আসলে তাকেও মারধর করে তারা।পরে আহতদের চিৎকারে এলাকার লোকজন আসলে হামলাকারীরা সবার সামনে হুমকি দিয়ে চলে যায়।

এসময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রয়েছেন।

নুর মোহাম্মদ অভিযোগ করে জানান, আমার ওয়ারিশি এবং খরিদকৃত মোট ২২ শতাংশ জমি। কিন্তু আামার ভোগ দখলে আছে ১৭ শতাংশ জমি, বাকি ৫ শতাংশ জমি চান্দু নকরির ছেলে শহিদ জবরদখল করে ভোগ করে আসছে। আমি তার প্রতিবাদ করায় আমাকে মারধর করে তারা। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবী করছি।